গিলাতলা দক্ষিণপাড়ায় মন্দির সংলগ্ন রাস্তার কাজে উদ্বোধন
খানজাহান আলী থানা প্রতিনিধি
ফুলতলা উপজেলার ১নং আটরা গিলাতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গিলাতলা দক্ষিণপাড়া পূজা মন্দির থেকে কেডিএ আবাসিক কবরস্থান পর্যন্ত সড়কটির নির্মাণ কাজের উদ্বোধন গতকাল শুক্রবার বিকাল ৫টায় অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন নির্মান কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য খান হাফিজুর রহমান, মাওলানা আবুল বাশার মুক্তার বিশ্বাস নুর ইসলাম, মোঃ শাহ আলী, শেখ আনোয়ার হোসেন, শেখ আমজাদ হোসেন, মোঃ রুপক হোসেন, মাশরুজ্জামান খান সাবু, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, মোঃ লিটন হোসেন, আব্দুর রাজ্জাক মাষ্টার খানজাহান আলী থানা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস।