গিলাতলায় মেধাবী শিক্ষার্থী ও দরিদ্রদের মাঝে শীতবন্ত্র বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
গিলাতলা ইউনাইটেড ট্রাস্টের উদ্যোগে পিএসসিতে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান ও আটরা গিলাতলা ৬নং ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার বিকাল ৪টায় গিলাতলা দক্ষিণপাড়া সাখাওয়াত মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
ইউনাইটেড ট্রাস্টের সভাপতি ও ওযার্ড মেম্বর আলহাজ্জ খান হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু মিন্টু দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলার সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, জামিরা আসমাতিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল গাজী মারুফুল কবির, কেডিএ আবাসিক সোসাইটির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-সভাপতি ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম কবির। অনুষ্ঠানে পিএসসিতে উত্তির্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সাহায্য প্রদান এবং গরিব দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।