January 22, 2025
আঞ্চলিক

গিলাতলায় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মোল্লার ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ফুলবাড়ীগেট প্রতিনিধি

গিলাতলা মাওমডাঙ্গা নিবাসী বীর মুক্তিযোদ্ধা ল্যান্স ঃ কর্পোরাল অবঃপ্রাপ্ত বাচ্চু মোল্লা (৭০) আর নেই। তিনি গত শুক্রবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা নৌবাহিনী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল­াহি … রাজিউন) মৃত্যুকালে ২ স্ত্রী ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার সকাল ১০ জাহানাবাদ সেনানিবাসে জানাযা শেষে রাষ্টিয় মর্যাদায় সেনানিবাস কবরস্থানে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন জাহানাবাদ সেনানিবাসের ভারপ্রাপ্ত এএসসি সেন্টার কমান্ডার কর্নেল নওজেশ আলী তালুকদার, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সম রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাবুর রহমান, অনাঃ ক্যাপন্টেন এসএম রহিম, মোঃ দেলওয়ার হোসেন (অবঃ) গিলাতলা ইউপি সদস্য মাহমুদ হাসান, ৩৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, আনসার আলী, মিনা মুরাদ হোসেন প্রমুখ। আগামী সোমবার বাদ আছর মরহুমের রুহের মাগফেরাত কামনায় মাওমডাঙ্গা পৃর্বপাড়া জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *