গিলাতলায় নৌকা বাইচ ও সংস্কৃতি উৎসবের সমাপনী
খানজাহান আলী থানা প্রতিনিধি
ঐতিহ্যবাহী গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের উদ্যোগে ১নং আটরা গিলাতলা ও ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের সহযোগিতায় ভৈরবনদে ঐতিহ্যবাহী শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ ও তিন দিনব্যাপী দেশীয় সংষ্কৃতি উৎসব গতকাল রবিবার ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্ত হয়েছে।
সকাল ৯টায় ক্লাব প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্জ বেগ আব্দুর রাজ্জাক রাজ। বিশিষ্ট সমাজ সেবক সরদার আলী আহম্মেদের সভাপতিত্বে এবং ক্লাবের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক খান রিয়াজুল ইসলাম রাজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উৎযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ কিসমত আলী, হামিদুর রহমান, মুন্সি ফারুক হোসেন, জুলফিকার আলী ভুট্টো, মিনা সামছুর রহমান, বেগ আব্দুল খালেক, খান আবুল বাশার ও নবিরুল ইসলাম রাজা, খান আ. হালিম। অনুষ্ঠানে বক্তৃতা করেন শেখ মনিরুল ইসলাম, শেখ আমজাদ, শেখ শাহাদাৎ, আরিফ হোসেন, খলিলুর রহমান, আব্দুর রশিদসহ ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।