গিলাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে কুপিয়ে জখম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন আটরা গিলাতলা ডাক্তার বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ডাক্তার বাড়ী পশ্চিম পাড়ায় হায়দার শেখের স্ত্রী নাসিমা বেগমের (৪৫) নিজের পালিত মুরগি প্রায়ই প্রতিবেশী নাজমুলদের বাড়ীতে গিয়ে ডিম পাড়তো, মুরগির মালিক নাসিমাকে ডিম আনতে গেলে নাজমুলের বোন বিউটি ও তার মা আলেয়া বকাঝকা করত।
গতকাল সোমবার নাসিমা দুপুর ১২টায় তার নিজের পালিত মুরগি প্রতিবেশী নাজমুলদের বাড়ীর আঙ্গিনায় ডিম আনতে গেলে নাজমুলের বোন বিউটি, নাজমুলের মা আলেয়া ও বোনের মেয়ে মীম গৃহবধূকে কাঠের বাতা ও কাচি দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে। গুরুতর জখম নাসিমাকে স্থানীয়রা উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে খানজাহান আলী থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান সুষ্ঠ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।