গিলাতলায় ছানি রোগের ফ্রি-ক্যাম্প অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের আয়োজনে আদ্-দ্বীন বয়রা আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে গতকাল সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত গিলাতলা বাজারে বিনা মূল্যে চোখের ছানি রোগীর অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। আদ-দ্বীন হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহম্মেদ ও ডাঃ মোঃ শফিকুল ইসলাম এ চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পের উদ্বোধন করেন নজরুল থিয়েটার ক্লাবের উপদেষ্টা সরদার আলী আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন খান আবুল হোসেন, সরদার মুস্তাক আহম্মেদ, মুন্সি ফারুক হোসেন, খান আশরাফ, ইউপি সদস্য নবীরুল ইসলাম রাজা, ক্লাবের সভাপতি খান জাকির আহমেদ, সাধারণ সম্পাদক খান রিয়াজুল রাজা, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়জিদ সরদার, খান আবুল বাদশা , খান রাজ্জাক, রিপন, সুরত, মঈন খান, নাসির খান, আলমগীর, খান ফেরদাউস, রোমান খান, আকাশ গাজী, গোলাম রব্বানী সৈকত, এনায়েত খান, মোঃ শাকিল গাজী, মোঃ বাবু, শেখ কামাল, মোঃ ওসিকুল, রহিম খান, মোহন খান, শেখ আকরাম হোসেন। মোট ১৩৫ জন রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন, সেখান থেকে ৫৫ জন রোগীকে বিনা মূল্যে ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়।