গিলাতলায় কবুতর উড়ানোর প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খাজাহান আলী থানাধীন গিলাতলায় কবুতর উড়ানো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার সন্ধা ৭টায় গিলাতলা পিজন এ্যাসেসিয়েশন আয়োজিত দক্ষিন গিলাতলা সিমেন্ট কোঃ এর সামনে কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
পিজন এ্যসেসিয়েশন এর সভাপতি তাপস কুমার স্বর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খানজাহানআলী থানার এএসআই শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনা সদস্য এস এম এ রাসেল, সাইদুল ইসলাম, আল মাসুদ, মনিরুল ইসলাম।
আঃ মতিনের পরিচালনায় বক্তৃতা করেন গিলাতলা পিজন এ্যাসেসিয়েশন সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, সদস্য রাজিব, মিলন মজুমদার, সোহেল, সোহাগ, জুয়েল, মোস্তাক, রফিক, টুটুল খান। প্রতিযোগিতায় মোঃ সোহাগ ও রাজীব ৬ ঘন্টা ৩৮মিঃ কবুতর উড়িয়ে ১ম, মোঃ রফিকুল ইসলাম ৫ ঘন্টা ১৮ মিঃ কবুতর উড়িয়ে ২য় ও মোঃ জুয়েল শেখ ৪ ঘন্টা ৮ মিঃ কবুতর উড়িয়ে ৩য় স্থান অধীকার করেন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।