January 20, 2025
খেলাধুলা

গাম্পের ট্রফি জিতল বার্সেলোনা

জুয়ান গাম্পের ট্রফির ৫৫তম সংস্করণে এলচেকে হারিয়ে ট্রফি জিতেছে বার্সেলোনা। পাঁচ বছর পর লা লিগায় ফেরা দলটিকে ১-০ গোলে হারায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

দলের একমাত্র গোলটি করেন আঁতোয়া গ্রিজম্যান।

ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক খেলোয়াড় ও সভাপতি জুয়ান গাম্পেরের নামানুসারে মৌসুমের শুরুতে এই ম্যাচের আয়োজন করে বার্সেলোনা। গতবার দলটি আর্সেনালকে হারিয়েছিল।

শনিবার ক্যাম্প ন্যু’তে প্রাক মৌসুমের এই ম্যাচে দ্বিতীয় মিনিটে প্রথম আক্রমণেই বাঁ দিক থেকে জর্দি আলবার বাড়ানো বল ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দলকে এগিয়ে নেন ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যান। ম্যাচের বাকি সময় অবশ্য বার্সা আধিপত্য বিস্তার খেললেও আর গোল হয়নি। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

২০২০-২১ মৌসুম শুরুর আগে এই নিয়ে তিন প্রস্তুতিমূলক ম্যাচের সবকটিই জিতল বার্সেলোনা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *