গাজী মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খবর বিজ্ঞপ্তি
অস্বচ্ছল ও মেধাবী প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান ও কেককাটাসহ দিনভর নানা আয়োজনে গাজী মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার কলেজটির দ্বিতীয় একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
গাজী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. হরিদাস বিশ্বাসের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিব। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. সাহেব আলী, কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান, হাসপাতালের পরিচালক ডা. আনন্দ মোহন সাহা ও বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. বঙ্গ কমল বসু।