গাজীপুর সিভিল সার্জন কোয়ারেন্টিনে
এক কর্মচারীর কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর গাজীপুরের সিভিল সার্জন ও ১৩ সহকর্মী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
আক্রান্ত ওই কর্মচারীকে শনিবার ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।
গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. শাহীন জানান, সিভিল সার্জনের কার্যালয়ের কর্মচারীর গত শুক্রবার ঠাণ্ডা, জ্বর ও গলা ব্যথা হলে তার নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। শনিবার পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে।
“তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়; সেখানে তিনি আইসোলেশনে রয়েছেন।”
সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, ওই কর্মচারীর করোনাভাইরাস পজিটিভ হওয়ার পর শনিবার তারসহ কার্যালয়ের ১৩ কর্মচারীর নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনিসহ তার অফিসের ১৩ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
“করোনাভাইরাস আক্রান্তের লক্ষণ প্রকাশের সময় ওই কর্মচারী তার গ্রামের বাড়ীতে অড়িতে থাকায় বাড়ির লোকজনেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে এবং পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।”