December 26, 2024
জাতীয়

গাজীপুরে ২ গরুচোরকে পিটিয়ে হত্যা

দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সন্দেহভাজন দুই গরুচোরকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। কালিয়াকৈর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার নাওলা এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে বলে জানালেও পুলিশ তাদের পরিচয় বলতে পারেনি।
ওসি আলমগীর এলাকাবাসীর বরাতে বলেন, চোররা প্রথমে নাওলা এলাকার মো. শাজাহানের বাড়ি থেকে তিনটি ও আটাবহ এলাকা থেকে তিনটি গরু চুরি করে। তারপর বরিয়াবহ এলাকায় আবদুস সামাদের বাড়িতে গেলে লোকজন জেগে ওঠে।
স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসীর গিয়ে দুইজনকে ধরে ফেলে। তাদের পিটুনিতে একজন ঘটনাস্থলে নিহত হন। অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। তাদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে পারে। অন্য চোররা একটি ট্রাকে করে ছয়টি গরু নিয়ে পালিয়ে গেছে বলে তিনি জানান। এর আগে মঙ্গলবার ডাকাত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *