গাজীপুরে সেফটি ট্যাঙ্ক থেকে ২ শিশুর লাশ উদ্ধার
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরে এক সেফটি ট্যাঙ্ক থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ীর বানিয়ারচালা গ্রামে অরক্ষিত এক সেফটি ট্যাঙ্ক থেকে পাঁচ বছরের কম বয়সী এ শিশুদের লাশ স্থানীয়দের সহায়তায় তোলা হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত জান্নাত (০৩) শেরপুরের শ্রীবর্দী থানার বেলুয়ার চকবলী এলাকার জহিরুল ইসলামের মেয়ে এবং লিলি (০৪) ময়মনসিংহ জেলার তারাকান্দার থানার কামারিয়া গ্রামের মোর্শেদ আলী মেয়ে।
জয়দেবপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, বানিয়ারচালায় এক বাড়িতে ভাড়া থাকেন জহিরুল ও মোর্শেদ। স্ত্রীসহ স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করেন তারা। প্রতিদিনের মত রবিবার সকালে তারা কাজে যান। দুপুরে বাসায় ফিরে সন্তানদের না পেয়ে খোঁজ নেওয়া শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে অরক্ষিত এক সেফটি ট্যাঙ্কের ভেতরে শিশুদের লাশ দেখ পান তারা।
ওসি জানান, অভিভাবকদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। খেলতে গিয়ে সেফটি ট্যাঙ্কে পড়ে গিয়ে মারা যায় বলে ধারণা করছে পুলিশ।