গাজীপুরে লাউ শাক দেবে বলে ডেকে এনে কিশোরীকে ধর্ষণ
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরে লাউ শাক দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা শ্রীপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একজনকে আসামি করে মামলা করেছেন বলে পুলিশ জানায়। আসামি আক্তার হোসেন (৩৫) শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের চাউবনের সুলতান উদ্দিনের ছেলে।
শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, মঙ্গলবার দুপুরে লাউ শাক দেওয়ার কথা বলে কিশোরীকে তার ঘরে ডেকে নেয় আক্তার হোসেন। পরে ‘মুখ-হাত বেঁধে’ কিশোরীকে ধর্ষণ করে। এরপর ঘটনাটি গোপন রাখতে কিশোরীকে চাকু দেখিয়ে হত্যার হুমকি দিলে কিশোরী চিৎকার দেয়। এ সময় আক্তার হোসেন পালিয়ে যান।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল্লাহ জানান, বনের ভেতরে আক্তার হোসেনের বাড়ি। তার স্ত্রী একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।