গাজীপুরে ভ্যান-ইজিবাইক সংঘর্ষে বাবা-ছেলে নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুর নগরীতে কভার্ডভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন; আহত হয়েছেন ইজিবাইকের চালক। গতকাল সোমবার পূবাইল থানার মেঘডুবি এলাকায় ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পয়ালী এলাকার মিনহাজ উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৭) এবং তার ছেলে আজিজ (১৭)।
পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম বলেন, গাজীপুর সদর থানার শাহাপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবার থাকতেন মফিজুল ইসলাম। গ্রামের বাড়ি চাঁদপুর যাওয়ার জন্য ছেলেকে নিয়ে বের হয়েছিলেন। জয়দেবপুর থেকে ছেলেসহ ইজিবাইকযোগে পূবাইল যাচ্ছিলেন।
ঢাকা বাইপাস সড়কে মেঘডুবি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যানের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলে মফিজুল ইসলাম নিহত হন।
এসআই সাইফুল আরও জানান, মফিজুলের ছেলে আজিজ ও ইজিবাইক চালক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে চিকিৎসক আজিজকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার সময় আজিজের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে বলে সাইফুল জানান।