December 28, 2024
জাতীয়

গাজীপুরে বিভিন্ন প্রজাতির ৪৬৯ পাখি জব্দ, ১০ জনকে দণ্ড

দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বাজার ও আশপাশ এলাকা থেকে বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র‌্যাব-১ এর সদস্যরা। গতকাল রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয়। এসময় ১০ জনকে আটক করা হয়। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মলি­ক জানান, টঙ্গী বাজার ও আশপাশ এলাকায় র‌্যাব-১ ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট যৌথ অভিযান পরিচালনা করে। এসময় ১০ জনকে আটক এবং বিভিন্ন প্রজাতির ৪৬৯টি পাখি জব্দ করা হয়। পরে পাখিগুলো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতর ও সংসদ ভবন এলাকায় অবমুক্ত করা হয়। একপর্যায়ে সন্ধ্যায় র‌্যাব সদর দফতরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটকদের ১ থেকে ৬ মাসের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে- দু’টি ময়না, ৭১টি টিয়া, ১৮৫টি মুনিয়া, ছয়টি কালিম, ১২০টি ঘুঘু ও ৮৫টি শালিক।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *