গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে জেলা শহরের সালনা এলাকায় এ ঘটনায় ব্যক্তিকে অস্ত্র বিক্রেতা বলে দাবি করছে র্যাব। র্যাব-১ গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্ট্যান্ট কমান্ডার আব্দুলাহ আল মামুন জানান, নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় র্যাবের র্যাবের দুই সদস্য আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারের কথা জানান র্যাবের এ কর্মকর্তা।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, একদল অস্ত্র বিক্রেতা অবৈধভাবে অস্ত্র বেচাকেনা করছে খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অস্ত্র বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি করে। এক পর্যায়ে এক অস্ত্র বিক্রেতা নিহত হয়।