গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর খুন
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুর নগরে প্রকাশ্যে কয়েকজন কিশোর চাপাতি দিয়ে কুপিয়ে আরেক কিশোরকে হত্যা করেছে। রাজদীঘির পাড়ে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন।
নিহত নুরুল ইসলাম (১৫) স্থানীয় পাখি বিক্রেতা ফকির আলীর ছেলে। ফকির আলী স্থানীয় উত্তর রাজবাড়ি এলাকার ফরিদ আলীর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভায়াডাঙ্গা (ভাগাতা) এলাকায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাজন (১৬) নামের এক কিশোরকে থানায় নিয়ে গেছে।
সাজনের বড় ভাই রাজন বলেন, একদিন আগে দীঘিরপাড় এলাকায় সাজন ধুমপান করার সময় পার্শ্ববর্তী সাহাপাড়ার রানা নামের এক কিশোরকে ধমকায়। এর জেরে রানার লোকজন ওই খুন করেছে।
ঘটনার বিবরণে রাজন বলেন, মঙ্গলবার ৩টার দিকে দুপুরের খাওয়ার সেরে সাজন ও নুরুল ইসলাম তাদের বাড়ির পাশে দীঘির পাড়ে বসেছিল। এ সময় ৪/৫ জন কিশোর চাপাতি হাতে তাদের দিকে তেড়ে আসে।
এ সময় সাজন দৌড়ে পাশের বাড়িতে ঢুকে দরজা আটকে দেয় এবং নুরু দীঘির পানিতে লাফিয়ে পড়ে। হামলাকারীরা নুরুকে পানি থেকে তুলে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে অস্ত্রধারীরা সাজন যে ঘরে ঢুকেছিল সে ঘরের দরজা-জানালায় কোপাতে এবং লাথি মারতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে গেলে তারা পালিয়ে যায়। পরে নুরুকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে রাজন জানান।
গাজীপুর সদর থানার ওসি এজাজ শফি বলেন, এলাকার কিশোরদের মধ্যে সিনিয়রিটি-জুনিয়রিটি নিয়ে বিরোধের জেরে ওই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।