গাজীপুরে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী আটক
তালাকের দুই মাস পর এক নারীকে হত্যার হুমকি দিয়ে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে আটক করেছে র্যাব।
র্যাব ১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর শহরের নলজানি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রফিকুল ইসলাম (৫০) ওই এলাকার আহম্মেদ আলীর ছেলে।
র্যাব কর্মকর্তা মামুন অভিযোগের বরাতে বলেন, গত ২১ মে হত্যার হুমকি দিয়ে গাজীপুর শহরের সালনার ভাড়া বাসা থেকে রফিকুলসহ চার-পাঁচজন তাকে তুলে নিয়ে যান। নলজানিতে রফিকুলের বাড়িতে ঘরে আটকে তারা তাকে দলবেঁধে ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিও ও ছবি ধারণ করে ওই নারীর পরিবারসহ তার কর্মস্থলের কর্মকর্তাদের কাছে পাঠান।
“এ ঘটনায় ওই নারী র্যাবের পোড়াবাড়ি স্পেশালাইজড কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেন। র্যাবের গোয়েন্দারা অনুসন্ধান চালিয়ে রফিকুলকে তার বাসা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে রফিকুল সব অভিযোগ স্বীকার করেছেন।”