গাজীপুরে তরুণকে কুপিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক তরুণকে গলা কেটে ও হাত কেটে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। কালিয়াকৈর থানার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে আন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম (২৭) উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাজমুল আন্ধারমানিক পূর্বপাড়া এলাকায় একটি দোকানে বসে ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় কয়েকজন তাকে সেখান থেকে জোর করে ধরে নিয়ে যায়। পরে সফিপুর আহাম্মদ নগর এলাকায় বালুর মাঠে তার লাশ মেলে।
পরিদর্শক শহিদুল বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গলা কেটে ও হাত কেটে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্বশত্র“তার জেরে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।