গাজীপুরে ট্রাকের পাল্লা, প্রাণ গেল পথচারীর
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুর মহানগরীর পূবাইলে দুই ট্রাকের প্রতিযোগিতার মধ্যে পড়ে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের কলেজ গেইটে খোকন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব শেখ (৩০) গাজীপুর নগরীর পূবাইলের ৪১ নম্বর ওয়ার্ডের সাতানিপাড়ার মৃত হরমুজ শেখের ছেলে। পূবাইল কলেজ গেইটের সামনে তার একটি রড সিমেন্টের দোকান আছে।
স্থানীয় বাসিন্দা আলামিন সরকার বলেন, বিকাল পৌনে ৪টার দিকে রাস্তার দক্ষিণ পাশে মোটরসাইকেল দাঁড় করিয়ে ফোনে কথা বলছিলেন আইয়ুব। তখন কালীগঞ্জগামী দ্রæত গতির দুটি ট্রাক প্রতিযোগিতা করে ওভারটেক করছিল। এ সময় একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পূবাইল থানার এসআই মাসুদ রানা বলেন, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। লাশ উদ্ধারের কাজ চলছে।