গাজীপুরে ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৪
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ট্রাকচাপায় চারজন নিহত হওয়ার খবর জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনায় আহত রফিকুল ইসলাম (৫৩) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মারা যান বলে মাওনা হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুর হোসেন জানান। রফিকুল নেত্রকোনা জেলার কৈলাটী গ্রামের ফির উদ্দিনের ছেলে।
নিহত বাকিরা হলেন শেরপুর জেলার নকলা থানার বাছুর আলগী গ্রামের কালন মিয়া ছেলে জাহাঙ্গীর (২৫), একই থানার রামপুর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৪) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার দৌলতপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে বাদশা মিয়া (১৯)।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ট্রাকচালক সিরাজগঞ্জের রায়পুর থানার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাদশাহ মিয়াকে আটক করেছে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. মঞ্জুর হোসেন জানান, ঢাকাগামী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সড়ক দ্বীপের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। এ সময় মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।