গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে আগুন : শ্রমিক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় রান্নার গ্যাস সিলিন্ডার থেকে বাড়িতে আগুন লেগে এক শ্রমিক পুড়ে নিহত হয়েছেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল-আমিন জানান, গিলারচালা গ্রামে শহিদুল ইসলামের বাড়িতে মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত সেলিনা আক্তার (৩৫) শহিদুলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি জুতার কারখানায় চেকার পদে চাকরি করতেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দৌলতপুর গ্রামে নুরুল হকের মেয়ে তিনি।
সেলিনার স্বজনরা জানান, দুই সন্তানের মা সেলিনা রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ সারা ঘরে একসঙ্গে আগুন ধরে যায়। আর ছড়িয়ে পড়ে চারটি টিনশেড ঘরে। এ সময় অন্যরা বের হতে পারলেও সেলিনা অগ্নিদ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সেলিনার স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করেন বলেও তারা জানান।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন বলেন, পাইপ ফুটো হয়ে গ্যাস পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছিল। এ কারণে সারাবাড়িতে সহজে আগুন ধরে যায়। লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।