গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা ৩৬ ইতালি প্রবাসীকে ছাড়পত্র
গাজীপুর শহরের পুবাইলে মেঘডুবি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে কোয়ারেন্টিনে থাকা ৩৬ ইতালি প্রবাসীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
১৬ দিন কোয়ারেন্টিনে রাখার পর সোমবার সকালে তাদের ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম।
জেলা প্রশাসক বলেন, গত ১৪ মার্চ ইতালি থেকে আসা ৪৪ জন হতালি প্রবাসী বাংলাদেশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তাদের পর্যবেক্ষণের জন্য সরাসরি এই কেন্দ্রে পাঠানো হয়। তাদের মধ্যে আটজজনের জ্বর থাকায় পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে আইসোলেশনে রাখা হয় চিকিৎসার জন্য।
অন্য সাতজনকে ১৮ মার্চ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাবুর মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে কোয়ারেন্টিনে পাঠানো হয়। ১ এপ্রিল তাদের কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হবে বলে জানান কাপাসিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আব্দুস সালাম সরকার।