গাজীপুরে কিশোরীকে ট্রাকে তুলে গণধর্ষণ, গ্রেপ্তার ৪
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাজীপুরে এক কিশোরীকে জোর করে ট্রাকে তুলে গণধর্ষণ করার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গীর হিমারদীঘি এলাকার এ ঘটনায় গ্রেপ্তারকৃত চার যুবককে গতকাল শনিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১৫ থেকে ২০ বছর বয়সী গ্রেপ্তারকৃতদের দুইজন ধর্ষক এবং অন্যরা সহযোগী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার শিকার কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিবরণ দিতে গিয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ছোট ভাইয়ের সঙ্গে ওই কিশোরী চেরাগআলী এলাকায় বিয়ের অনুষ্ঠান থেকে রিকশায় টঙ্গীর মিরাশপাড়ায় তাদের বাসায় ফিরছিলেন। ফেরার পথে ধর্ষকরা টঙ্গীর হিমারদীঘিতে রিকশা থামিয়ে ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে কিশোরীটিকে ট্রাকের তুলে কয়েকজনে ধর্ষণ করেন।
এ ঘটনায় ঘটনার শিকার মেয়েটির বাবা শুক্রবার মধ্যরাতে টঙ্গী থানায় মামলা করেছেন উল্লেখ করে তিনি জানান, রাতেই হিমারদীঘিতে অভিযান চালিয়ে দুইজন ধর্ষকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানান তিনি।