December 21, 2024
আঞ্চলিক

গাজীপুরে কভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, নিহত ৩

দক্ষিণাঞ্চল ডেস্ক

গাজীপুরে কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেওয়া একটি পিকআপ দুমড়ে-মুচড়ে তিনজন নিহত হয়েছেন। সদর থানার এসআই ইমতিয়াজুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া গ্রামের মোস্তফা খানের ছেলে পিকআপ চালক হাসান খান (১৯), তার সহকারী একই গ্রামের কবির হোসেনের ছেলে নাঈম মাঝি (১৮) ও লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার দৈখাওয়া গ্রামের মোহাম্মদ আলী হোসেনের ছেলে সামিঊল মিয়া (১৬)।

এসআই ইমতিয়াজুর বলেন, গাজীপুরের টঙ্গী থেকে ডিমের কেস নিয়ে একটি পিকআপ শ্রীপুর যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক হাসান, সহকারী নাঈম মাঝি ও সামিঊল নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আর গাড়ি দুটি জব্দ করে বলে জানান এসআই ইমতিয়াজুর রহমান।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *