গাইবান্ধায় বজ্রপাতে নারী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন; এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ নারী। নিহত কবিতা রানী (২৮) উপজেলার সোনারায় ইউনিয়নের বলরাম গ্রামের রবি চন্দ্রের স্ত্রী। ওই গ্রামে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এই বজ্রপাত হয় বলে জনপ্রতিনিধি জানিয়েছেন।
সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ বদিরুল অহসান সেলিম বলেন, সকালে কবিতা রানীসহ ছয় নারী ওই গ্রামের একটি ধানক্ষেতে আগাছা পরিষ্কার করছিলেন। এ সময় বজ্রপাত হলে কবিতা রানী ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় অন্য পাঁচ নারী আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে একই গ্রামের আকালু চন্দ্রের স্ত্রী সেবু বালাকে (৩০) ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান সৈয়দ বদিরুল অহসান।