গাইবান্ধায় পুকুরে ডুবে ২ বোন নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই বোন নিহত হয়েছে। উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুবার রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দক্ষিণ সাহাবাজ গ্রামে এই দুই শিশুর মৃত্যু হয়। তারা হল ওই গ্রামের হযরত আলীর মেয়ে হাজরা আক্তার ওরফে হাসি (৫) ও একই গ্রামের বিফল মিয়ার মেয়ে মিষ্টি আক্তার (৪)। তারা মামাত ও ফুফাত বোন।
চেয়ারম্যান বলেন, বেলা ১১টার দিকে দুই বোন তাদের বাড়ির পাশে পুকুরপাড়ে খেলতে যায়। পরে এলাকার লোকজন গোসল করতে গিয়ে তাদের লাশ ভাসতে দেখে। মিষ্টির বাবা-মা ঢাকায় থাকেন। এ কারণে মিষ্টি তার মামাবাড়ি থাকত বলে তিন জানান।