গাইবান্ধায় গৃহবধূকে নলক‚পের হাতল দিয়ে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
গাইবান্ধায় এক গৃহবধূকে নলক‚পের হাতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জেলার সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, মঙ্গলবার বিকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত সাবানা বেগম (২৮) সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ি মণ্ডলপাড়া গ্রামের রোকনুজ্জামান রোকন মিয়ার দ্বিতীয় স্ত্রী।
ওসি বেলাল বলেন, মঙ্গলবার ভোরে বাড়ির আঙিনায় সাবানাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তার বড় ছেলে শীতল (১০)। তার চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে মৃত দেখতে পান। তার মাথা ফেটে গেছে। লাশের পাশে পড়ে ছিল নলক‚পের হাতল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে টিউবওয়েলের হাতল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তবে খুনি সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেননি।
ওসি বলেন, সাবানার স্বামী রোকন চট্টগ্রামে রাজমিস্ত্রির কাজ করেন। বাড়িতে সাবানা তার দুই ছেলেকে নিয়ে থাকেন। রোকনের প্রথম স্ত্রী একই গ্রামে পৃথক বাড়িতে থাকেন। খুনি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।