December 24, 2024
জাতীয়

গাইবান্ধায় কারের ধাক্কায় ২ কিশোর নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক
গাইবান্ধার সাদুলাপুর উপজেলায় প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। তারা হল উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের নুর আলমের ছেলে আল-মামুন (১৫) ও লাল মিয়া ওরফে লালুর ছেলে মিলন মিয়া (১৬)। উপজেলার দছরের কোলা এলাকায় শুক্রবার বেলা দেড়টার দিকে গাইবান্ধা-সাদুলাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে
বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহীন সরকার বলেন, মামুন ও মিলন বাইসাকেলে করে আত্মীয়বাড়ি দাওয়াত খেতে যাচ্ছিল। তারা গ্রামের কাঁচা রাস্তা থেকে গাইবান্ধা-সাদুলাপুর পাকা সড়কে ওঠার সময় সাদুল­াপুর থেকে আসা গাইবান্ধাগামী প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মামুন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মিলনেরও মৃত্যু হয়। পুলিশ গাড়িটি আটক করলেও চালককে ধরতে পারেনি। সাদুলাপুর থানার ওসি আরশেদুল হক বলেন, প্রাইভোট কারটি আটক করে থানায় আনা হয়েছে। গাড়ির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *