গরু চোরাকারবারীদের হামলায় বিএসএফ এর ডান হাত বিচ্ছিন্ন
যশোর প্রতিনিধি
গরু চোরাকারবারীদের হামলায় ৩ বিএসএফ সদস্য আহত হয়েছেন। পুটখালি ২১ বিজিবি বিওপির বিপরীতে অবস্থিত বিওপি আংরাইলে টহলরত সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওপর চোরাকারবারী কর্তৃক এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এ সময়ে দেশীয় বোমা, দা, হাসুয়া, লাঠিসহ বিভিন্ন প্রকার উপকরণ ব্যবহার করে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে টহলরত বিএসএফ দলের সদস্যরা গরু চোরাকারবারীদের ২৫ থেকে ৩০ জনের একটি দলকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হামলা চালায়। এ সময়ে বিএসএফ কনস্টেবল আনিসুর রহমান জীবনের ঝুঁকি টের পেয়ে প্রাণঘাতি নয় এমন এ্যাকশান গান দিয়ে এক রাউন্ড ফাকা গুলি ছোড়ে। তবে চোরাকারবারীরা আনিসুরের ওপর বোমা ছুড়লে তার ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশংকা জনক অবস্থায় তিনি চিকিৎসাধীন রয়েছেন।