গভ. ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ঈদ-ই-মিলাদুন্নবী ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আলিয়া মাদ্রাসার প্রধান ক্বারী আলহাজ্জ ক্বারী এম সুলাইমান হুসাইন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্জ মোঃ ফজলুল হক, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ কবীর আলম খান। সহকারি শিক্ষক মোঃ আবু হানিফ ও মোঃ শামছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, আব্দুল লতিফ শেখ ও লুৎফর রহমান।
অনুষ্ঠানে আবুল হাসান, অরবিন্দ হালদার, নব কুমার রায়, এস এম তৈয়মুর রেজা, সাইফুল্লাহ তারেক, রফিক-উল-ইসলাম, অনুপম কুমার মন্ডল, রিক্তা রাণী মন্ডল, প্রতিভা সাহা, শিউলী থান্দার, ফারহানা ইয়াসমিন, আঞ্জুমানারা, তারিন সুলতানাসহ শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।