গভ. ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের ৫৪তম বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষা পরিবারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দিন হাসান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসা. খালেদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার ঢালী, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ কবীর আলম খান, স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক আ. রশিদ ও ১নং ওয়ার্ড মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো। সহকারি শিক্ষক সঞ্জয় কুমার মন্ডলের সঞ্চালনায় ক্রীড়া পরিচালনায় ছিলেন মোঃ জহুরুল ইসলাম, এস এম সাইফুজ্জামান, আব্দুল লতিফ শেখ ও লুৎফর রহমান।
ক্রীড়ার সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক আবু হানিফ, দুর্গেশ কুমার হালদার, আবুল হাসান, অরবিন্দ হালদার, নব কুমার রায়, এস এম তৈয়মুর রেজা, সাইফুল্লাহ তারেক, রফিক-উল-ইসলাম, অনুপম কুমার মন্ডল, রিক্তা রাণী মন্ডল, প্রতিভা সাহা, শিউলী থান্দার, ফারহানা ইয়াসমিন, আঞ্জুমানারা, তারিন সুলতানা, সামছুর রহমান, কর্মচারীদের মধ্যে তৈয়েবুর রহমান লিটন ও গাজী ওমর ফারুক।