গভঃ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষকের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়
খানজাহান আলী থানা প্রতিনিধি
খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বিদ্যালয়ের উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে গতকাল শনিবার সকাল ১১টায় প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) মোছাঃ খালেদা খানমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দীর্ঘদিনের জরাজীর্ণ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিদ্যালয়ের মধ্যে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মতিবিনিময় সভা থেকে বিদ্যালয়ের ঝুকিপুর্ণ ভবন সংষ্কার, অবকাঠামোগত উন্নয়নে বহুতল ভবন নির্মাণ এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বিঘœ সৃষ্টি করে ঝুকিপুর্ণ ভবনে অবৈধ ভাবে গড়ে ওঠা ব্রাক এসডিডি সেন্টার অপসারণে বিভিন্ন স্থানে স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক(চলতি দায়িত্ব) মোঃ কবির আলম খান, সিনিয়র শিক্ষক এস এম সাইফুজ্জামান, এস এম জহুরুল ইসলাম। ২০১৭ সুবর্ণ জয়ন্তী উৎযাপন অনুষ্ঠানের আহবায়ক কাজী আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মনিলাল মন্ডল, মীনা আজিজুর রহমান, মোঃ শাহীন জামান পন, এস এ শহিদ, মাষ্টার মনিরুল ইসলাম, নাসির উদ্দিন ধনি, হাবিবুর রহমান, আসাদুজ্জামান বাবু, মোঃ মহিউদ্দিন, মোঃ মনির শিকদার, বসির হোসেন, নজরুল ইসলাম, কাজী বকুল, জিএম এনামুল কবির, সেলিম সরদার, দিদারুল ইসলাম লাভলু, রবিউল ইসলাম, মোঃ লিটু, জসিম ভূইয়া, কাজী ফরহাদ হোসেন।