December 26, 2024
আঞ্চলিক

গফফার বিশ্বাস জাতীয় পার্টি’র ভাইস-চেয়ারম্যান হওয়ায় সংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি

আব্দুল গফফার বিশ্বাস, সাবেক এমপি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হওয়ায় খুলনা জেলা ও মহানগর জাপা গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু। সঞ্চালনায় ছিলেন খুলনা মহানগর জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির নেতা এড. এস এম মাসুদুর রহমান। অনুষ্ঠানে শুরুতে ফুলের তোড়া দিয়ে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে জেলা ও মহানগর জাপার নেতৃবৃন্দ ছাড়াও আন্তঃজেলা বাস মালিক সমিতি, নিউ মার্কেট মৎস্য ব্যবসায়ী সমিতি, মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময়ে জেলা ও মহানগর জাপার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর সদস্য সচিব মোল্যা শওকত হোসেন বাবুল, খালিশপুর থানা আহŸায়ক শরীফ মোঃ শাহজাহান, সোনাডাঙ্গা থানা আহŸায়ক শেখ সাদী, জেলা যুগ্ম সম্পাদক জি এম বাবুল, সহ-সম্পাদক শাহজাহান আলী সাজু, দপ্তর সম্পাদক রহমত আলী খান, জাপা নেতা এড. মাহাতাব উদ্দিন, এস এম এরশাদুজ্জামান ডলার, শেখ তোবারক হোসেন তপু, আনিসুর রহমান আনিস, আশরাফুজ্জামান সেলিম, অধ্যাপক গাউসুল আজম, শাহ লায়েক উল্লাহ, প্রিন্স হোসেন কালু, মাসুম হায়দার, মোল্লা সাইফুল ইসলাম, খান আকরামুজ্জামান, এস এম মামুনুর রশীদ, জমির উদ্দিন, ওমর ফারুখ রিংকু, ফরিদা ইয়াসমিন, শাহনাজ পারভীন, নূরুন নাহার নমিতা, হাসানুর রশীদ রাসেল, গাজী খোকন, শহিদ হাওলাদার, মাজার জোয়ার্দ্দার পান, এজাজ আহমেদ, অপূর্ব দত্ত নেকু, শফিকুল ইসলাম বাচ্চু, গাজী মোশাররফ হোসেন, বাবুল হাসান রাজু, অয়ন খান, কামরুজ্জামান রজব প্রমুখ।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *