গণিত ফোরামের ১০ম সম্মেলন অনুষ্ঠিত
গতকাল শুক্রবার গণিত ফোরাম এর ১০ম সম্মেলন বিএল বিশ্ববিদ্যালয় কলেজের এলামাইন ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মহানগরীর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গণিত প্রতিযোগিতায় শ্রেণী ভিত্তিক বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
সম্মেলনে গণিত ফোরামের সভাপতি প্রফেসর হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রানী পাঠক।
গণিত বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ড. এ আর এম জালাল উদ্দিন জামালী ও কেএম রব্বানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম সোহেব হোসেন ও শিক্ষক শেখ মোঃ আশিকুজ্জামান।