গণহত্যা দিবসে শহীদদের প্রতি খুলনা বিএমএ’র শ্রদ্ধা
গণহত্যা দিবসে গল্লামারী স্মৃতি সৌধে সকাল ৮টায় বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সাধারন সম্পাদক ডা. মোঃ মেহেদী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজাদ, খুলনা বিএমএ’র সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধুরী, বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ডা. ইউনুচউজ্জামান খান তারিম, ডা. বাপ্পারাজ দত্ত প্রমূখ।