November 23, 2024
আঞ্চলিক

‘গণহত্যা জাদুঘর সুহৃদ’ এর আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বিকাল ৪টায় খুলনাস্থ গণহত্যা জাদুঘরে ‘গণহত্যা জাদুঘর সুহৃদ’ এর আয়োজনে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও স্বাধীন বাংলাদেশের পথচলা’ শীর্ষক আলোচনা-চক্র অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ও গবেষক অমল কুমার গাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা-চক্রের মূল বক্তা ছিলেন শিক্ষক ও গবেষক শংকর কুমার মল্লিক।
গণহত্যা জাদুঘর সুহৃদ এর আয়োজনে এবার নিয়মিত আলোচনা চক্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণহত্যা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধু, সমাজ ও রাজনীতি ইত্যাদি বিষয়ে ‘সুহৃদ আলোচনা চক্র’ ব্যানারে নিয়মিত আয়োজিত হবে বক্তৃতামালা, পাঠচক্র, আলোচনাসভা ও আড্ডা।
গণহত্যা জাদুঘর সুহৃদ এর এই নিয়মিত আয়োজনের সূচনা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে। মূল বক্তা শংকর কুমার মল্লিক মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও তাঁর স্বদেশ প্রত্যাবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক সহুল আহমদ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *