গণহত্যা জাদুঘর পরিদর্শনে খুলনা বিভাগীয় কমিশনার
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার সকালে দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। তাঁর সঙ্গে বিভাগীয় কমিশনার ও পুলিশ কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গণহত্যা জাদুঘরে বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রখ্যাত ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন, ট্রাস্টি ড. চৌধুরী শহীদ কাদের, ট্রাস্টি শংকর কুমার মল্লিক, জাদুঘর সুহৃদ সমাবেশের সভাপতি অমল কুমার গাইন ও জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বিভাগীয় কমিশনার জাদুঘরের প্রত্যেকটি গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। জাদুঘরে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র ও নিদর্শন দেখে বিভাগীয় কমিশনার বলেন “আমি শোকাহত ও অভিভূত”। এই জাদুঘর খুলনার অন্যতম দ্রষ্টব্য বলে মন্তব্য করেন এবং এর বিকাশে প্রশাসন সবধরণের সহযোগিতা করবে বলে আশ^াস দেন। তিনি জাদুঘরের নিদর্শন সংগ্রহের ক্ষেত্রেও সকল ধরনের সহায়তা প্রদানের আশ^াস প্রদান করেন।