গণসেবা সংস্থার বিভিন্ন ক্লাবে ফুটবল বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন গণসেবা সংস্থার উদ্যোগে ফুটবল বিতরণ অনুষ্ঠান শিরোমণি নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণসেবা সংস্থার সভাপতি মোঃ শফিউল আজম খান ফিরোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলতলা উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এস.এম বদিউজ্জামান।
সংস্থার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন খানজাহান আলী সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দীন, শেখ মিজানুর রহমান, শেখ শরিফুল ইসলাম, মোঃ লুৎফর রহমান, এস.এম মাসুম বিল্লাহ, মোঃ আব্দুল হাকিম, মোঃ আবুল কালাম, গাজী আল মামুন প্রমুখ।
সভা শেষে শিরোমণি স্পোর্টিং ক্লাব, শিরোমণি যুবসংঘ, পশ্চিম শিরোমণি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দঃ শিরোমণি ইমামবাড়ী, সরঃ প্রাঃ বিদ্যালয়, শাহ বাড়ী ক্রীড়াচক্র সহ ১০ টি ক্লাবে ফুটবল বিতরণ করা হয়।