গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাথে সাইফুল-ইকবাল পরিষদের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠেয় খুলনা জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে এড. মোঃ সাইফুল ইসলাম-এড. কে এম ইকবাল হোসেন পরিষদের প্রার্থীরা গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, খুলনা জেলা শাখার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি এড. অসিত কুমার হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. সন্দ¦ীপ রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী এড. মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. কে এম ইকবাল হোসেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতি’র পক্ষে বক্তব্য রাখেন সিপিবি’র মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এড. পারভেজ আলম খান, এড. এম এম রুহুল আমিন, এড. তারিক মাহমুদ তারা, এড. শিকদার হাবিবুর রহমান, সাহানারা ফেরদৌসী, এড. হিমাংশু বাইন, এড. প্রীতিষ মণ্ডল, এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, এড. নিত্যানন্দ ঢালী, এড. মোস্তফা বিলাল, এড. প্রণব গোলদার, এড. শেখ আব্দুল জলিল, এড. খান আজরফ হোসেন মামুন, এড. আরিফিন কবীর প্রমুখ।