November 25, 2024
আঞ্চলিক

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে : আমির এজাজ

খুলনায় জেলা ও নগর বিএনপির আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান বলেছেন, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যেবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে ‘বাকশাল দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন আবু হোসেন বাবু। বক্তব্য রাখেন স ম আব্দুর রহমান, কাজী মো. রাশেদ, মোস্তাকুল বারী লাভলু, আজিজুল হাসান দুলু, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, তসলিমা খাতুন ছন্দা, ইলিয়াস মল্লিক, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, ইমাম হোসেন, মুজিবর রহমান, কাজী মাহমুদ, সুলতান মাহমুদ, কে এম হুমায়ুন কবির, শেখ সাদী, সেতারা সুলতানা, হাফিজুর রহমান মনি, বদরুল আনাম, হাসানুর রশিদ মিরাজ, জাবীর আলী, নিঘাত সীমা, সজিব তালুকদার, হেমায়েত হোসেন, সামসুল বারী পান্না, মিজানুর রশিদ মিজান, মশিউর রহমান যাদু, আব্দুল মান্নান মিস্ত্রি, এড. এস এম মারুফ, আফসার মাস্টার, নাজমুল হোসেন, আলী আক্কাস, জসিম উদ্দিন লাবু, শহিদুল ইসলাম লিটন, মাসুদ খান, মেশকাত প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *