খেলা শুরুর পর আবার বৃষ্টির হানা
প্রথম সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর খেলা শুরু হয়েছিল চট্টগ্রাম টেস্টের শেষ দিনে। কিন্তু আবার বৃষ্টিতে বন্ধ হয়ে গেছে খেলা।
থেমেছে বৃষ্টি
আফগানদের আশা খানিকটা ফিরিয়ে থেমেছে বৃষ্টি। দুপুর সোয়া ৩টার দিকে শুরু হয়েছে সুপার সপার দিয়ে উইকেটের কাভার থেকে পানি শুষে নেওয়ার কাজ।
চা বিরতি
বৃষ্টি বিরতি হয়েই আছে ম্যাচে। আনুষ্ঠানিকতার জন্য তবু চা বিরতির ঘোষণা এলো দুপুরে পৌনে ৩টায় । বৃষ্টির বেগ কিছুটা কমেছে। তবে থামাথামির নাম নেই। মাঠের নানা জায়গায় জমে গেছে পানি।
বেড়েছে বৃষ্টির বেগ
সময়ের সঙ্গে বাড়ছে বৃষ্টির তীব্রতা। দুপুর ১টা ২০ মিনিটের যে চিত্র, সকাল থেকে সবচেয়ে বেশি বৃষ্টির বেগ এখনই। একটু দূরের কিছুও চোখে পড়ছে না বৃষ্টির কারণে। একটু একটু করে ভেসে যাচ্ছে আফগানদের জয়ের স্বপ্ন।
খেলা শুরুর পর আবার বৃষ্টি
দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও সৌম্য সরকার শুরু করেছিলেন ম্যাচ বাঁচানোর লড়াই। উজ্জীবিত আফগানরা নেমেছিল জয়ের লড়াইয়ে। কিন্তু আবার বাঁধ সাধল বৃষ্টি।
মাত্র ১৩ বল খেলা হওয়ার পরই বৃষ্টি নেমেছে মুষলধারে। আকাশও ঢেকে গেছে ঘন কালো মেঘে। আফগানদের জয়ের স্বপ্নে লেগেছে বড় চোট।
এই ১৩ বলে বাংলাদেশ করেছে ৭ রান। দলের রান ৬ উইকেটে ১৪৩। ৪৪ রানে অপরাজিত সাকিব, সৌম্য ২।
খেলা শুরুর অপেক্ষা
মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা দারুণ। বৃষ্টি থামার পর তাই খুব বেশি দেরি হচ্ছে না খেলা শুরু হতে। মাঠ পরিদর্শনের পর আম্পায়াররা জানালেন, খেলা শুরু হবে দুপুর একটায়।
এই সময়েই খেলা শুরু হলে চেষ্টা করা হবে অন্তত ৬৩ ওভার খেলা চালানোর।
সরানো হচ্ছে কাভার
দুপুর ১২টায় নামা বৃষ্টি থেমে গেছে মিনিট পনের পরই। আরেক দফায় তাই শুরু হয়েছে উইকেটের কাভার সরানো ও মাঠ শুকানোর কাজ।
বৃষ্টি ফিরল আবার
স্টেডিয়ামের বড় পর্দায় কেবলই লাঞ্চের ঘোষণা হয়েছে। সুপার সপার দিয়ে উইকেটের কাভারের ওপরের পানি সরানো হয়েছে। কাভার সরানোও শুরু হয়েছিল। তখনই আবার নামল বৃষ্টি। আবার উইকেট ঢেকে রাখা হলো কাভারে।
ভেসে গেল প্রথম সেশন
প্রথম সেশনে যে খেলা হবে না, সেটি অনুমিত ছিল সকাল থেকেই। হলোও তাই। শেষ দিন লাঞ্চ বিরতির আগে খেলা শুরু হওয়ার অবস্থাও সৃষ্টি হয়নি।
মাঠ শুকানোর কাজ শুরু
বৃষ্টি পুরোপুরিই থেমে গেছে। রোদও উঠেছে বেশ। দিনে প্রথমবারের মতো মাঠ শুকানোর কাজ শুরু হয়েছে সকাল সাড়ে ১১টায়। আপাতত সুপার সপার দিয়ে পিচ কাভারের ওপর জমে থাকা পানি শুষে নেওয়ার কাজ চলছে। রিজার্ভ আম্পায়ার শরফুদ্দৌলা পর্যবেক্ষণ করছেন মাঠ শুকানোর প্রক্রিয়া।
রোদের দেখা
সকাল ১১টার দিকে অনেকটাই থেমে গেছে বৃষ্টি। সোয়া ১১টার দিকে মেঘের আড়াল থেকে রোদের ঝিলিকও দেখা গেল কিছুটা। আকাশের বেশির ভাগটা যদিও কালো মেঘে ঢাকা। মাঠের কাভার সরানোর মতো অবস্থাও হয়নি এখনও।
আফগানিস্তান দল মাঠে চলে এসেছে সকালেই। তবে বাংলাদেশ দল রয়ে গেছে হোটেলে। দুপুর ১২টার দিকে তাদের আসার কথা মাঠে।
বৃষ্টি বাধায় খেলা শুরুতে দেরিচতুর্থ দিন শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মজা করে বলেছিলেন, বৃষ্টি বাঁচাতে পারে তাদেরকে। বাংলাদেশের জন্য সত্যিই আশার বার্তা নিয়ে শুরু হয়েছে শেষ দিনের সকাল। চট্টগ্রামের আকাশ ভেঙে নেমেছে বৃষ্টি।
আগের দিন রাত থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি। সোমবার সকাল থেকেও চলছে টানা। উইকেট ও চারপাশ ঢেকে রাখা হয়েছে। মাঠের নানা জায়গায় পানি জমে আছে।
এই মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্য দারুণ। বৃষ্টি থামার পর শুকাতে খুব বেশি সময় লাগে না। কিন্তু আকাশ যেভাবে ঘন কালো মেঘে ঢাকা, সহসা বৃষ্টি থামার ইঙ্গিত নেই।
৩৯৮ রানের প্রায় অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটে বাংলাদেশ কোনো লড়াই গড়তেও পারেনি চতুর্থ দিনে। ৬ উইকেটে ১৩৬ রান নিয়ে শেষ করেছিল দিন। আফগানরা তাই জয়ের দুয়ারে।
কিন্তু টেস্ট জুড়ে অসাধারণ পারফর্ম করেও আফগানরা এখন অপেক্ষায় শঙ্কা আর উৎকণ্ঠা নিয়ে । স্মরণীয় এক জয় থেকে নবীন টেস্ট দলটিকে বঞ্চিত করতে পারে বৃষ্টি।