খেলাফত মজলিস খুলনা জেলা শাখার কমিটি গঠন
খবর বিজ্ঞপ্তি
খেলাফত মজলিস খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার বাদ আসর দোলখোলাস্থ কার্যালয়ে বার্ষিক মজলিসে শ্যূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওঃ এমদাদুল হক। শাখার বার্ষিক মজলিসে শ্যূরার সাধারণ অধিবেশনের মধ্য দিয়ে জেলা কমিটি পুনঃগঠন সম্পন্ন হয়। শূরা অধিবেশনের প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের সহযোগিতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওঃ এ কে এম আইয়ুব আলী।
অধিবেশনে শ্যূরার সদস্যদের গোপন ভোটে আগামী ২০১৯-২০২০ সেশনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পুণঃনির্বাচিত হন যথাক্রমে মাওঃ এমদাদুল হক ও মাওঃ আব্দুল্লাহ যোবায়ের। নব নির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন। এছাড়া ২০১৯-২০২০ সেশনের জন্য পুনর্গঠিত ৩১ সদস্য কমিটি গঠন করা হয়।
অধিবেশনে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মোজাম্মেল হোসেন, মাওলানা আবু সাঈদ আল মাহমুদ, এম জাকারিয়া, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আখতারুজ্জামান মামুন, এ মামুন উর রশিদ, হাফেজ মাওলানা মশিউর রহমান, হাফেজ তৌফিক রহমান, মুহাম্মদ জামান বিন রায়হান, সাকিবুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ আকরামুল, ইসলাম মাস্টার আবুল হোসেন সিকদার, কারী আকতার উজ জামান, মাওলানা বাহাউদ্দিন, মোহাম্মদ আব্দুল করিম, মোঃ শাহিনুর রহমান, মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।