January 21, 2025
খেলাধুলা

খেলাধুলা মানুষের মনোবল বাড়াতে পারে: পিটারসেন

প্রায় দুই মাস হতে চললো মাঠে কোনো ধরনের ক্রিকেট নেই। করোনা ভাইরাসের কারণে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপও শঙ্কায় পড়েছে। তবে এই সংক্রমণের ভয়ের মধ্যেই খেলাধুলো চালু হলে তা সাধারণ মানুষের মনোবল বাড়াতে পারে বলে মনে করেন কেভিন পিটারসেন।

ইংল্যান্ডের সাবেক এই তারকা ব্যাটসম্যানের মতে, মাঠের ক্রিকেট ফেরাতে প্রয়োজনে ফাঁকা স্টেডিয়ামেও খেলোয়াড়রা যাতে খেলে সে ব্যবস্থাই করতে হবে।

এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, ‘খেলাধুলো মানুষের মনকে প্রফুল্ল রাখে। তাই এমন পরিস্থিতিতে প্রতিষেধক আবিষ্কার না হাওয়া পর্যন্ত দর্শকশূন্য অবস্থায় খেলা চালাতে হবে। এ ক্ষেত্রে ক্রীড়াবিদদের-ই এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোনো কোনো খেলোয়াড় তার জীবনের সেরা সময়ের মধ্যে আছে এখন। তারা কেন খেলতে চাইবে না? মাঠে দর্শক থাকবে না তো কী হয়েছে? তারা তো টিভির সামনে থাকবে। বিশাল সংখ্যক দর্শক খেলার সরাসরি সম্প্রচার দেখবে, সেটাও মাথায় রাখতে হবে।’

কোভিড-১৯ এর বিরুদ্ধে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার পরামর্শ দিয়ে পিটারসেন যোগ করেন, ‘বিরাট কোহালি থেকে কুইন্টন ডি’কক—সবাই একই জায়গায় আছে। সবাইকে এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *