খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে : সিটি মেয়র
তথ্য বিবরণী
৪৯তম উপ-আঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি মেয়র বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে হবে। ক্রিকেট খেলার মাধ্যমে বাংলাদেশ আজ বিশে^র কাছে পরিচিত করে তুলেছে। তিনি বলেন, মেয়েরাও সকল খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। ক্রীড়ার মাধ্যমে নিজকে প্রতিষ্ঠিত করা সম্ভব। একজন মেধাবী শিক্ষার্থী দেশের সম্পদ। সরকার চাচ্ছে সকল ছাত্রছাত্রীকে মানবসম্পদে পরিণত করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ সকল ক্ষেত্রে গতিশীলতা এসেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক নিভা রাণী পাঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে মেয়র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।