April 20, 2025
আন্তর্জাতিক

খেরসনে রাশিয়ার হামলায় নিহত ৩২

ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন।

শনিবার (২৬ নভেম্বর) ইউক্রেনের পুলিশ প্রধান জানান, দুই সপ্তাহ আগে মস্কোপন্থী বাহিনী প্রত্যাহারের পর থেকে দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে ৩২ জন নিহত হন।

রাশিয়ান বাহিনী প্রায় নয় মাস খেরসন অঞ্চল দখলে রাখে। গত ১১ নভেম্বর সেখান থেকে তাদের প্রত্যাহার সম্পন্ন করে। রুশ বাহিনী এখন ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান করছে, যেখান থেকে তারা শহরটিতে নিয়মিত গোলাবর্ষণ করছে।

ইউক্রেনের ন্যাশনাল পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, প্রতিদিনই রাশিয়ান বাহিনীর গোলাগুলি শহরকে ধ্বংস করছে এবং শান্তিপূর্ণ স্থানীয় বাসিন্দাদের হত্যা করছে। রাশিয়া দখলদারিত্বের পর থেকে খেরসন অঞ্চলে ৩২ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, অনেকে অন‌্য অঞ্চলে গিয়ে আশ্রয় নিয়েছে। তবে অনেক বাসিন্দা এখনও তাদের বাড়িতে রয়ে গেছে এবং তাদের সর্বোচ্চ সম্ভাব্য নিরাপত্তা দিতে হবে। আমাদের পুলিশ এই অঞ্চলে দায়িত্ব পালন করছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন সিনিয়র সহকারী শনিবার জানান, শহরের বিদ্যুৎ সংযোগ আবারও চালু করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *