খুুবিতে শান্তিপূর্ণ ও স্থিতিশীল ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন
দ: প্রতিবেদক
গতকাল সোমবার বেলা ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয় শহিদ তাজউদ্দিন আহমদ প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের আয়োজনে কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে নৈরাজ্যের বিপরীতে শান্তিপূর্ণ ও স্থিতিশীল ক্যাম্পাস চাই শীর্ষক এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। দশ মিনিটের এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কয়েক শত কর্মকর্তা-কর্মচারী শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে মানববন্ধনে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে দীর্ঘ মানববন্ধন প্রায় ক্যাফেটিরিয়া পর্যন্ত পৌঁছায়। মানববন্ধন শেষে পরিষদের সভাপতি শেখ মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান লিপন সকল কর্মকর্তা-কর্মচারীদের এই মানববন্ধনে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।