খুসাস এর ৯০০তম সাহিত্য আসর অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গত শনিবার বিকাল ৫টায় খুলনা সাহিত্য সাংস্কৃতিক সংস্থা (খুসাস) এর ৯০০ তম সাহিত্য আসর খুসাস সভাপতি কবি শেখ মনিরুজ্জামান লাভলু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। খুসাস এর সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান মিথুন এর পরিচালনায় আসরে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, কবি ও গবেষক এস এম রইজ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার খুলনা’র উপ আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন, খুলনার সিভিল সার্জন ডা: এ এস এম আব্দুর রাজ্জাক, বিশিষ্ট্য রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চৌধুরী মিনহাজ-উজ-জামান সজল, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু ও খুসাস প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক স.ম. হাফিজুল ইসলাম। আসরে আলোচনায় অংশ নেন এ্যাড. মোঃ আমিরুল ইসলাম মুকুল, বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী চিশতী, এ জেড এম তৌহিদ হেলাল, লাভলী ইয়াসমিন প্রমূখ।
আসরে কবিতা পাঠ করেন কবি নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, সুলতানা আক্তার সেতু, সেলিনা ইসলাম, শাহনাজ পারভীন, ক্বারী আবুল খায়ের, নিপা, শেখ নুর মোহাম্মদ, সঞ্জয় রঞ্জন দাস, এস এম আব্দুর রহমান, ফরহাদ কাদির, মোঃ রফিকুল ইসলাম, গৌরদাস বিশ্বাস, লাইজু আক্তার অর্নি সহ প্রায় শতাধিক কবি কবিতা পাঠ করেন।