খুলনা-৬ আসনের সংসদ সদস্য বাবুর মা আর নেই : বিভিন্ন মহলের শোক
দ: প্রতিবেদক
খুলনা-৬ আসনের সংসদ সদস্য, খুলনা জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. আকতারুজ্জামান বাবু’র মা মিসেস ফাতেমা খাতুন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টায় ভারত থেকে ফেরার পর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতী নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার প্রথম নামাজে জানাযা আজ সোমবার সকাল ১০টায় রূপসার রাজাপুর মিলকি দেয়াড়ায় অনুষ্ঠিত হবে। মরহুমার দ্বিতীয় নামাজে জানাযা বাদ আসর তার পিতার বাড়ী পাইকগাছার গড়ইখালি আলম শাহ ঈদগা ময়দানে অনুষ্ঠিত হবে। সেখানে মরহুমার পিতামাতার শয্যাপাশে দাফন করা হবে।
এদিকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু’র মা ফাতেমা খাতুনের মৃত্যুতে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সদস্য, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী।
অপরদিকে অনুরূপ শোক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও সাবেক ছাত্রনেতা আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
খুলনা বিশ্ববিদালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনা-৬ আসনের সংসদ-সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবুর মাতা এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক শারমিন আক্তারের শাশুড়ীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দস, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মোস্তাক আলীসহ বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।