খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল শনিবার বেলা ১২টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র নির্বাহী কমিটির সভা ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেয়ামুল হোসেন কচি।
সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, নির্বাহী সদস্য বিমল সাহা।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথভাবে পালন করতে সার্বিক সহযোগিতা করায় ইউনিয়নের সকল সদস্যকে নির্বাহী কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সভায় ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাধারণ সম্পাদক সাঈয়েদুজ্জামান সম্রাট ও নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল সুস্থভাবে পবিত্র হজ্ব পালন করে দেশে আসার পর শুকরিয়া আদায় করে দোয়া মাহফিলের সিদ্ধান্ত নেওয়া হয়।